বৃহস্পতিবার, ২৬ মে ২০২২, ০১:২৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর মোহনপুরে পরকিয়ায় গৃহবধূর সাথে পরকীয়ায় লিপ্ত হওয়ায় এক যুবককে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার রাত ১২ টা ১৫ মিনিটে গৃহবধুর বাবার বাড়ি উপজেলার সিন্দুরী গ্রাম থেকে পরকিয়ায় লিপ্ত অবস্থায় স্থানীয়রা ওই যুবককে আটক করে থানা পুলিশে খবর দেন। পুলিশ এসে ওই যুবককে আটক করে থানায় নিয়ে গেলে গৃহবধূর বাবা সাঈদ বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেন।
গ্রেপ্তার হওয়া যুবক নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার ধনজইল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আকাশ হোসেন (২৪)।
এলাকাবাসি ও থানাসুত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে যুবকের সাথে ওই যুবকের পরিচয়। গৃহবধূর স্বামী ঢাকার গাজিপুরে থাকার সুযোগকে কাজে লাগিয়ে ও অসুস্থতার অজুহাত দেখিয়ে বাবার বাড়িতে অবস্থান করে প্রতারক আকাশের সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে তোলেন। সম্প্রতি কয়েকদিন তারা বাড়ি ছেড়ে বিভিন্ন স্থানে অবস্থানও করেছেন বলেও জানা গেছে। ঘটনার দিন কৌশলে গৃহবধু বাবার বাড়িতে পরকীয়ায় লিপ্ত হলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশকে খবর দেয়।
ওই গৃহবধুর স্বামী মোয়াজ্জেম মুঠোফোনে বলেন, আমি দীর্ঘদিন থেকে ঢাকায় কাজ করি, সাহিনাও আমার কাছে ছিল। পরে অসুস্থতার কথা বলে তাকে আমি বাড়িতে রেখে আসি। গত বৃহস্পতিবার সকালে ফোনে কথা বলার পর থেকে আমার স্ত্রীর সাথে যোগাযোগ করতে ব্যর্থ হই। হঠাৎ ১৪ ফেব্রুয়ারী সোমবার শুনছি আমার স্ত্রী অন্য যুবকের সাথে পরকীয়া করার জন্য আটক হয়েছে।
এবিষয়ে মোহনপুর থানা কর্মকর্তা ওসি মোহাঃ তৌহিদুল ইসলাম জানান, গৃহবধুর বাবার অভিযোগে আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ধর্ষণের অভিযোগ থাকায় গৃহবধুর স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে
Leave a Reply