বৃহস্পতিবার, ২৬ মে ২০২২, ১২:৩৬ পূর্বাহ্ন
মোঃ শাহিন সাগর, রাজশাহী ব্যুরোঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ট্রাক চাপায় বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় ওই শিক্ষার্থী ক্যাম্পাস থেকে হলের দিকে ফিরছিলেন। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে নির্মাণাধীন বিজ্ঞান ভবনের সামনে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম মাহবুব হাবিব হিমেল। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্রাফিকস ডিজাইন, ক্রাফট ও শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষার্থী বলে জানা গেছে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ৩টি ট্রাকে আগুন দিয়েছে। এ বিষয়ে রাবি প্রক্টর লিয়াকত আলী বলেন, আমি একটু আগে শুনেছি হবিবুর রহমান হলের সামনে ট্রাক চাপায় এক ছাত্রের প্রাণ গেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং কোনোভাবেই কাম্য নয়। কেন এ ঘটনা ঘটেছে তা আমরা খতিয়ে দেখছি। ভবিষ্যতে যাতে এমন দুর্ঘটনা না ঘটে সেজন্য পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে এক শোক বার্তায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
মেধাবী শিক্ষার্থী মাহামুদ হাবীব হিমেলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এঘটনায় আন্দোলনকারী শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে সকল পুলিশ সদস্যদের বের করে দিয়েছেন। ক্যাম্পাসে এখন থমথমে অবস্থা বিরাজ করছে।
Leave a Reply