বৃহস্পতিবার, ২৬ মে ২০২২, ১২:৪৭ পূর্বাহ্ন
মোঃ শাহীন সাগর, রাজশাহী ব্যুরোঃ রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি আয়েন উদ্দিন, বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ এবং জেলা প্রশাসক (ডিসি) আবদুল জলিলও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার আয়েন উদ্দিনের এবং রোববার বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।
এর আগে শনিবার রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হকেরও করোনা পজিটিভ রিপোর্ট হয়। লিটন, আয়েন ও এনামুল এখন ঢাকায় আইসোলেশনে। আর বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক রাজশাহীতে নিজ নিজ সরকারী বাসভবনে আছেন।
এমপি আয়েন উদ্দিনের একান্ত সহকারী মিজানুর রহমান মিজান জানান, সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য নমুনা পরীক্ষা করলে এমপি আয়েন উদ্দিনের রিপোর্ট পজিটিভ হয়েছে। তবে শারীরীকভাবে তিনি সুস্থ আছেন বলেও জানান মিজান।
এমপি আয়েন উদ্দিন করোনার দুই ডোজ টিকা নিয়েছেন। গত বছরের অক্টোবরেও তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তাঁর শরীরে দ্বিতীয়দফা করোনার সংক্রমণ শনাক্ত হলো।
রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহকারী কমিশনার অভিজিত সরকার জানান, আগামী ১৮ থেকে ২০ জানুয়ারি ঢাকায় জেলা প্রশাসক সম্মেলন আছে। সেই সম্মেলনে যোগ দেওয়ার জন্য রোববার করোনার পরীক্ষা করেন জেলা প্রশাসক। নমুনা দিয়ে তিনি ঢাকায় রওনাও হয়েছিলেন। সিরাজগঞ্জে পৌঁছে খবর পান, তিনি করোনায় আক্রান্ত। তাই সেখান থেকেই ফিরে আসেন বিভাগীয় কমিশনার।
এদিকে গতকাল রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় জেলা প্রশাসক আবদুল জলিলের করোনা পজিটিভ রিপোর্ট হয়েছে। খবর শোনার পরই বিকালে জেলা প্রশাসক অফিস ছেড়ে তাঁর সরকারী বাসভবনে হোম আইসোলেশনে গেছেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলা প্রশাসক সম্মেলনে যোগ দেওয়ার জন্য করোনার পরীক্ষা করেন জেলা প্রশাসক। সকালে নমুনা দেওয়ার পর তিনি অফিসেই ছিলেন। তবে নমুনা পরীক্ষার পর বিকালে তাঁর রিপোর্ট পজিটিভ হয়। এরপরই তিনি অফিস থেকে চলে যান।
কল্যাণ চৌধুরী জানান, জেলা প্রশাসক আবদুল জলিলের শরীরে ঠাণ্ডা লাগা ভাব আছে। এ ছাড়া আর কোন সমস্যা নেই। তিনি শারীরীকভাবে ভাল আছেন। করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ায় তাঁর জেলা প্রশাসক সম্মেলনে যোগ দেওয়া হচ্ছে না।
Leave a Reply